ব্যালন ডি'অর যার হাতে উঠার সম্ভাবনা বেশি
![]() |
ছবি সংগৃহীত |
এ বিশেষ ট্রফিটি রেকর্ড সর্বোচ্চ সাতবার নিজের ঝুলিতে পুড়েছেন বিশ্বজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। তারপরেই রয়েছেন পর্তুগিজ অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। এ দুজনের বয়স হয়ে গেছে, তারা রয়েছেন ক্যারিয়ারের সায়াহ্নে। ইতোমধ্যে এ দুজন ইউরোপ কে বিদায় জানিয়েছেন।
বরাবরের মতো এবারও একাধিক ফুটবলার ব্যালন ডি'অর জয়ের দৌড়ে রয়েছেন বেশ কয়েকজন। স্বাভাবিকভাবে শত শত কোটি ফুটবল প্রেমের কৌতূহল, ২০২৩ সালে কে পাচ্ছেন এটি। ইতোমধ্যে ফরাসি ম্যাগাজিন "ফ্রান্স ফুটবল" এবারের ব্যালন ডি'অর পুরস্কার প্রদানের তারিখ ঘোষণা করেছে। আগামী ৩০ অক্টোবর প্যারিসে আয়োজিত হবে ব্যালন ডি'অরের অনুষ্ঠান। যেখানে ২০২২ ২৩ মৌসুমের বর্ষসেরা দের তালিকা প্রকাশ করা হবে।
goal.com এর জরিপে ব্যালন ডি'অর জয়ের লড়াইয়ে রয়েছেন লিওনেল মেসি, আর্লি হালান্ড, কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র ও কেবিন ডি ব্রুইনারা। গত মৌসুম ট্রেবল জিতেছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। এতে করে নরওয়েজিয়ান তারকা আর্লিন হালান্ড কে অনেকেই শিরোপা জয় এগিয়ে রাখছেন। তবে তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে ছিলেন নিষ্প্রভ। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল ও ফাইনালে নিজের ছায়া হয়ে ছিলেন তিনি।
তবে প্রথমবারের মতো ব্যালন ডি'অর ট্রফি পাওয়া তার জন্য একটা সহজ হবে না, কারণ তাকে লড়াই করতে হবে বিশ্বকাপ জয়ী লিওনেল মেসির সঙ্গে।
সূত্র:ডেইলি মেইল