বিশ্বকাপের মাঝে ছুটি চেয়েছেন নাজমুল হোসেন শান্ত !

 

ছবি সংগৃহীত




আগামী ৩০ শে আগস্ট পর্দা উঠতে যাচ্ছে ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপের। টুর্নামেন্ট শুরুর পরদিন শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপের মিশন শুরু হবে টাইগারদের। ৩ সেপ্টেম্বর গ্রুপ পর্বের দ্বিতীয় ও শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে লাল সবুজের প্রতিনিধিরা।



গ্রুপ পর্বের বাধা যদি টপকাতে পারে তাহলে ৯ সেপ্টেম্বর সুপার ফোরের প্রথম ম্যাচে মাঠে নামে বাংলাদেশ।



আসন্ন এই টুর্নামেন্টের গ্রুপ পর্বের ম্যাচের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কাছে ছুটি চেয়েছেন জাতীয় দলের বেটার নাজমুল হাসান শান্ত। সন্তানসম্ভবা অস্ত্রের পাশে থাকতেই এই ছুটি চেয়েছেন তিনি।



জানা গেছে ইতোমধ্যেই টিম ম্যানেজমেন্ট ও হেড কোচ হাতুরুসিংহেকে ছুটির বিষয়টি জানিয়ে রেখেছেন শান্ত। যদিও বোর্ড এখনো তেমন কিছু জানায়নি ছুটির ব্যাপারে।



উল্লেখ্য, এর আগে গত ১৬ ই আগস্ট ইনস্টাগ্রামে সন্তানসম্ভব স্ত্রীর সঙ্গে দুটি ছবি পোস্ট করে শান্ত। জানিয়েছেন নতুন সদস্য আসতে যাচ্ছে তার পরিবারে।




ইনস্টাগ্রামে দেওয়া সেই ছবিতে দেখা যায় স্ত্রীকে সঙ্গে নিয়ে কেক কেটে বিষয়টি উদযাপন করছেন শান্ত





Next Post Previous Post
No Comment
Add Comment
comment url