"প্রিয়তমা"র নির্মাতা কে গাড়ি উপহার দিলেন প্রযোজক

 




🟢ঢালিউডের কিং শাকিব খান অভিনীত সিনেমা প্রিয়তমা। ঈদুল আযহা উপলক্ষে গত জুনে মুক্তি পায়। মুক্তির ৫০ দিন পরেও সিনেমাটি দেশের বিভিন্ন গৃহে সফলভাবে চলছে। যা ঢালিউড ছবির ক্ষেত্রে বিরল। দেশের বাইরে ও সিনেমাটি ব্যাপকভাবে জনপ্রিয়তা পেয়েছে।




🟢প্রিয়তমা সিনেমাটি নির্মাণ করেছেন হিমেল আশরাফ।

এটি তার পরিচালিত দ্বিতীয় সিনেমা।

প্রিয়তমার সাফল্যে ছবিটির প্রযোজক আরশাদ আদনানের কাছ থেকে একটি গাড়ি উপহার পেয়েছেন হিমেল আশরাফ




🟢 উপহার হিসেবে গাড়ি পাওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন হিমেল আশরাফ। গাড়ি পাওয়ার পর কৃতজ্ঞতা স্বরূপ প্রযোজক আরশাদ আদনানকে ধন্যবাদ ও জানিয়েছেন এই পরিচালক। মঙ্গলবার ২২ শে আগস্ট ফেসবুকে হিমেল আশরাফ বলেন, ধন্যবাদ আরশাদ আদনান ভাইয়া, প্রিয়তমার সকলের জন্য এই ব্র্যান্ড নিউ গাড়ি টি উপহা

রের জন্য।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url