ব্রাজিলের প্রীতি ম্যাচের দলে ৭ ফরওয়ার্ড


 

🟢সেপ্টেম্বরে ফুটবলে ব্যস্ত সময় পার করবে লাতিন আমেরিকার অন্যতম পরাশক্তির দেশ ব্রাজিল। জাতীয় দলের পাশাপাশি প্রীতি ম্যাচে মাঠে নামবে দেশটির অনূর্ধ্ব ২৩ দলও। আগামী ৭ এবং ১১ সেপ্টেম্বর মরক্কোর জুবাদের বিপক্ষে দুইটি প্রীতি ম্যাচে মুখোমুখি হবে সেলেসাওরা

 



🟢বর্তমানে মরক্কোর অনূর্ধ্ব ২৩ দলটি আফ্রিকান কাপের চ্যাম্পিয়ন। একই সঙ্গে ২০২৪ প্যারিস অলিম্পিকেও নিজেদের জায়গা চূড়ান্ত করেছে তারা। তাদের বিপক্ষে দুই ম্যাচকে সামনে রেখে ৭ ফরওয়ার্ড কে নিয়ে ২৩ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করছে ব্রাজিল ফুটবল ফেডারেশন



🟢স্কোয়াড ঘোষণা করে ব্রাজিল যুবদলের কোচ রেমন মেনেজেস বলেন, যারা সুযোগ পেয়েছে তারা খুবই প্রশিক্ষণপ্রাপ্ত এবং দুর্দান্ত। তাদের মধ্যে কয়েকজন আমার অনুর্ধ ২০ দলেও খেলেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো তাদের মধ্যে ভালো বোঝাপড়া থাকা।




🟢তিনি আরো বলেন, আমরা খুবই আত্মবিশ্বাসী। আমাদের মূল লক্ষ্য ২০২৪ প্যারিস অলিম্পিক। ভবিষ্যতে আমরা শক্তিশালী দল হতে যাচ্ছি। কারণ, আমাদের একটি দুর্দান্ত প্রজন্ম রয়েছে।




Next Post
No Comment
Add Comment
comment url