মুশফিক যখন কোচের ভূমিকায়!
![]() |
ছবি সংগ্রহীত |
এশিয়া কাপ কে সামনে রেখে চলতেছিল প্রস্তুতি ম্যাচ। ম্যাচ শেষে কার কোথায় ভুল হয়েছে, কি পরিবর্তন করতে হবে সবকিছু নিয়ে আলোচনা করতে ছিল মুশফিকুর রহিম।
হেডকোজ সরকারি কোচ বোলিং কোচ ফিল্ডিং কোচ সহ সব কোচ থাকার পরেও অনুশীলন ম্যাচ খেলার পর কোন ক্রিকেটার কি ভুল করল তার কোথায় কি করতে হবে এসব নিয়ে প্রতিটি অনুশীলন ম্যাচ শেষে সব কোচের উপস্থিতিতে এভাবেই 20 মিনিট + লেকচার দেন সবচেয়ে সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম।
কোচরাও মুগ্ধ হয়ে শুনেন